চাঁদপুরে মোবাইল চুরির দায়ে যুবক আটক

চাঁদপুর শহরের ষোলঘর ফাকা মসজিদ এলাকায় বৃহস্পতিবার (১৯ মে) হাতে মোবাইল চুরির দায়ে যুবককে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকৃত যুবক আজিজ (২৮) তালতলা এলাকার বাসিন্দা ও ষোলঘর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাবু ও তার সঙ্গীয় ফোর্সসহ ফাকা মসজিদ এলাকা থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে আটক করা হয়, এসময় তার কাছ থেকে বিভিন্ন মডেলে আরো কিছু মোবাইল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন স্থানে কাজ করে আসছে।

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বাসার গ্রিল কেটে চুরি চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার এবং চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।

]আনোয়ারুল হক

: আপডেট, বাংলাদেশ সময় ৪:০৫ পিএম, ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share