চাঁদপুরে সরকারি ভূমি (খাল) মোবাইল কোর্টের মাধ্যমে উদ্ধার করো হয়েছে।
সোমবার(১৬ এপ্রিল) রাতে নিউ ট্রাক রোড এলাকার সাবান ফ্যাক্টরি সংলগ্ন ও সিএসডি গোডাউনের পিছনের নালা শ্রেণীর সরকারি ভূমি (তফসিলের ভিপি সম্পত্তি) অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে বেদখলকালে মোবাইল কোর্টের মাধ্যমে তা বন্ধ করা হয়। এ সময় ভরাট কাজে ব্যবহৃত পাইপ ও টিনসমূহ জব্দ করা হয় ।
এ বিষয়ে এডিএম ম্যাজিস্ট্রেট আবদল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমাদের কাছে অভিযোগ আসে সরকারি খাল অবৈধভাবে বালু দিয়ে ভরাট করছে একটি মহল। তারই প্রেক্ষিতে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবহৃত পাইপ ও টিনগুলো জব্দ করে নিয়ে আসি।
এছাড়া পুনরায় কেউ এমন অপরাধ করার চেষ্টা করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসেনর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলামসহ চাঁদপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও পুলিশ সদস্যবৃন্দ।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৬ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur