চাঁদপুরে মোটর সাইকেল ছিনতাই চেষ্টা মামলায় দু’জনকে ২ বছরের সশ্রম কারাদ- ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদ- দিয়েছে চাঁদপুর আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চাঁদপুর দ্রুত বিচার আদালতে মামলাটির রায় প্রদান করেছেন বিচারক মাশরুর সালেকীন।
সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছেন ফরিদগঞ্জ কাছিয়াড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে মো. আরিফ হেসেন, পেয়ার আহমেদের ছেলে মো, ফারুক হোসেন ও মামলার বাদী ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চরকুমিরা গ্রামের মো. ফয়সাল হোসেন।
মামলা সূত্রে জানা যায়, মো. ফয়সাল গত বছরের ১৪ সেপ্টেম্বর আসামী আরিফ ও ফারুকদের গ্রাম ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া দিয়ে যাওয়া পথে দাসপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাত সাড়ে ১২টার দিকে যাওয়ার পথে গতিরোধ করে এবং মোটর সাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় এসে আরিফ ও ফারুককে ধরে গণপিটুনি দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পরে আসামীদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা হয়। (নং -জি আর ২২৮/২০১৪)
মামলাটিতে আসামীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. পরান, বাদী পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. রেজা পাহলভী মজিদ শেলী।
স্পেশাল করেসপন্ডেন্ট
||আপডেট: ০২:৪২ পিএম, ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur