চাঁদপুরে মোটরসাইকেল কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল খাস (১৭) নামের দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ ডিসেম্বর রোববার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টেকনিক্যাল হাই স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহত সোহেল খান ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের আনোয়ার খানের ছেলে। বন্ধু ইমরান একই ইউনিয়নের লিটন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে মোটরসাইকেল আরোহী সোহেল ও তার বন্ধু ইমরান খান হাজীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ফরিদগঞ্জ থেকে রওয়ানা হন। তারা মোটরসাইকেল চালিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টেকনিক্যাল স্কুলের সামনে গেলে বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে আঘাতপ্রাপ্ত হয়। এতে তারা দুজন গাড়ি থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতরভাবে আহত হন। অনেকে জানিয়েছেন ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদশীরা রক্তাক্ত জখম অবস্থায় মোটরসাইকেল চালক সোহেল ও তার বন্ধু ইমরান খানকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্মরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

আহত ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেলে নেয়ার পর রাত ৮ টার দিকে ইমরানও মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের খালাতো ভাই সাহামেন আজাদ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই শাহজাহান হাসপাতালে গিয়ে লাশের সুরতল করেন।

নিহতের পরিবাররা জানান, সোহেল তার বন্ধুকে নিয়ে হাজীগঞ্জ ঘুরতে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

চাঁদপুর মডেল থানার এস আই শাহাজাহান জানান, ‘নিহতের পরিবারে পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।’

প্রতিবেদক:কবির হোসেন মিজি, ২ ডিসেম্বর ২০২৪

Share