Home / চাঁদপুর / চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন পথচারী নিহত
মোটরসাইকেল

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন পথচারী নিহত

চাঁদপুর কুমিল্লা সড়কের সার্কিট হাউজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়। ঘটনাটি ঘটেছে আজ ৮ জানুয়ারি বুধবার দুপুর সময়ে এই ঘটনা ঘটে নিহত পথচারীর তার নাম মোঃ শাহাজান খান প্রায় ৭৫ বছর।আহত হয়েছেন আরো এক মহিলা।

এদিকে অনেকে জানিয়েছেন পথচারীর রাস্তার পাশ দিয়ে সময় হেঁটে যায় প্রায় সময় কিন্তু মোটরসাইকেলটি অনেক স্পিডে এসে গতিরোধ করে তাহার উপরে উঠিয়ে দিয় সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন তাৎক্ষণিক আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে সড়কে দুর্ঘটনা দেখে এগিয়ে আসেন ট্রাফিক সার্জেন পুলিশ নাহিয়ান পরে তিনি চাঁদপুর মডেল থানাকে বিষয়টি অবগত করলে সঙ্গে সঙ্গে সঙ্গীয় ফোর্স নিয়ে এস আই মোঃ সাখাওয়াত আসেন এবং মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে এলাকার অনেকে জানিয়েছেন মোটরসাইকেলটি বেপরোয়া ভাবে চালিয়ে এসে পিছন থেকে ধাক্কা দিয়ে উড়িয়ে নিয়ে যায় বৃদ্ধ পথ পথচারীকে সঙ্গে সঙ্গে পা ভেঙ্গে হাড্ডি বের হয়ে যায় । এদিকে এসআই মোহাম্মদ সাখাওয়াত জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি হাসপাতলে আহত হত পথচারীর মৃত্যু হয় । তিনি নাকি মানসিক ভারসাম্যহীন। অন্যদিকে সাথেই এক মহিলা আহত হয়। হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

অন্যদিকে মোটর সাইকেল চালক ছিলেন তার নাম মোঃ আল-আমিন চৌধুরী তার বাড়ি পাকা মসজিদ এলাকা বলে জানায় পথচারীরা। এদিকে পথচারী অনেকেই জানিয়েছেন চাঁদপুরে দিন দিন মোটরসাইকেল ও সড়ক দুর্ঘটনায় বেড়েই চলেছে তারা বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনার প্রতিনিয়ত শিকার হচ্ছে। আর এ দুর্ঘটনায় এই পৃথীবী থেকে চলে যাচ্ছে কেউ না কেউর মায়ের সন্তান । যারা বেপরোয়া ভাবে গাড়ি চালায় তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন সচেতন মহল।

নিজস্ব প্রতিবেদক, ৮ জানুয়ারি ২০২৪