চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ ইং চাঁদপুর সদর উপজেলার বাগরাবাজার এলাকার সোবাহানপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিব মাল সোবাহানপুর গ্রামের বাসিন্দা এবং বাগড়া বাজার পোস্ট অফিস এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর পিতার নাম মুনাফ মাল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে মুজিব মাল বাইসাইকেল চালিয়ে বাগরাবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।
এ বিষয়ে হাসপাতাল কৃর্তপক্ষ চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৮ জানুয়ারি ২০২৬