চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর যৌথ অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও যৌথ বাহিনীর সমন্বয়ে জেলার বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহার করে মোড়কজাত করার অপরাধে ‘আলম ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ সময় উদ্ধারকৃত নকল স্টিকার ও মেয়াদোত্তীর্ণ মোবিল জব্দ করে তা ধ্বংস করা হয়।
এছাড়াও নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে যৌথ বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৫ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur