মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। ধারনা করা হচ্ছে তার আনুমানিক বয়স ৫০ হবে। তিনি সাদা পাঞ্জাবি ও জিন্সের প্যান্ট পরিহিত ছিলেন।
২২ মে রোববার বিকেল ৫টায় পুরাণবাজার হরিসভা মন্দিরের সামনে থেকে চাঁদপুর নৌ থানার এসআই রেদওয়ান লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে আসে।
পুলিশ জানায়, স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির মরদেহটি ভাসতে দেখে আমাদেরকে জানালে আমরা লাশটি উদ্ধার করি। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি প্রায় ৮ থেকে ১০ দিন পূর্বের হবে।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামরুজ্জামান চাঁদপুর টাইমসকে জানান, ‘অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে।’
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২২ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur