Home / চাঁদপুর / চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর বৃদ্ধের লা-শ উদ্ধার
মেঘনা

চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর বৃদ্ধের লা-শ উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে আকবর বেপারী নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৪ ঘন্টা ধরে অনেক খোঁজাখুজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।

১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেপারি বাড়ির বাসিন্দা আকবর বেপারী মঙ্গলবার সকালে
গোসলের জন্য মেঘনা নদীতে নামার কিছুক্ষণ পর আর উপরে ওঠেননি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে চার ঘণ্টা চেষ্টার পর বেলা প্রায় ২টার দিকে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/১২ আগস্ট ২০২৫