চাঁদপুর

চাঁদপুরে মেঘনা থেকে কারেন্ট জাল ও জাটকা জব্দ

চাঁদপুর মেঘনা নদীতে শুক্রবার রাতব্যাপী কোস্টগার্ডের অভিযানে মেঘনা নদী থেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়েছে।

চাঁদপুর কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্যাহ বিএন এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্য মোঃ কামরুজ্জামান , পিও এর একটি অপারেশন দল বৃহস্পতিবার রাতা ১১ টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি জাহিদ-৪ এবং সম্রাট-২ এবং কুকু-৫’’ হতে ৪ লক্ষ ৩৫ হাজার ৪শ’ মিটার কারেন্ট জাল এবং ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত কারেন্ট জাল ও জাটকার আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭২ হাজার টাকা। জব্দকৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত জাটকা এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্য¬াহ বিএন বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ০৯:০১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার

ডিএইচ

Share