গত ক’দিন ধরে পদ্মা-মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় নদীগুলোতে প্রবল স্রোত ও উত্তাল ঢেউ রয়েছে। এতে মেঘনা নদীর চাঁদপুর অংশে প্রায় ২০ টি মালবাহী জাহাজ আটকা পড়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলা ইব্রাহীমপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় জাহাজগুলো আটকা পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় খোকন হাওলাদার, মনির ও ইউসুফসহ ক’জন চাঁদপুর টাইমসকে জানায়, ‘জোয়ারের স্রোতধারা বেড়ে যাওয়ায় মালবাহী জাহাজগুলো আটকে যায়। নদীর পাড়ে সিসি ব্লক ও জিও ব্যাগ গুলোর মধ্যে জাহাজগুলো নোঙ্গর করে রাখায় পাড়ের ক্ষতি হচ্ছে। স্রোত স্বাভাবিক হয়ে গেলে জাহাজগুলো আস্তে আস্তে চলে যাবে।
তবে জাহাজগুলো যাওয়ার সময় নোঙ্গরের সাথে জিও ব্যাগ তুলে ফেলে। এতে করে চাঁদপুর-হাইমচর বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।