চাঁদপুরের মতলব উত্তরে দশানী মোহনপুর এলাকায় মেঘনায় বিকল হয়ে যায় টিপু-৬ নামের একটি লঞ্চ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ লঞ্চ বিকল হয়ে যায়। মোহনপুর নৌ-পুলিশের এসআই আবু তাহের খান এসব তথ্য নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জ থেকে কয়েকশ’ যাত্রী নিয়ে পিকনিক করতে চাঁদপুর আসে টিপু-৬। ফেরার সময় মাঝনদীতে লঞ্চটির পাখার পপুলার ভেঙে যায়। এরপর থেকে তা নদীতেই ভাসছিলো।
মোহনপুর নৌ-পুলিশের এসআই আবু তাহের খান জানান, চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে মতলবের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে লঞ্চটির পাখার পপুলার ভেঙে যায়। এতে মাঝনদীতে লঞ্চটি বিকল হয়ে পড়ে। তবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আরেকটি লঞ্চ যাচ্ছে।
স্টাফ করেসপন্ডেট
২৭ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur