প্রবল স্রোত আর ঘূর্নির ফলে চাঁদপুর শহরের বড় স্টেশন ত্রিনদী মোহনায় বালু ভর্তি বাল্কহেড ডুবে গেছে।
৩০ মার্চ বুধবার বিকেলে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। তবে কেউ হতাহত হয় নি বলে জানা যায়।
মোলহেডে ঘুরতে আসা রাজিব ও আফসার উদ্দিন চাঁদপুর টাইমসকে জানায়, আজকে পদ্মা ও মেঘনা নদী প্রচন্ড উত্তাল ছিল। এর সাথে প্রচুর বাতাসও রয়েছে। মেঘনা পাড়ি দিয়ে ডাকাতিয়া প্রবেশ করার সময় বালু ভর্তি বাল্কহেডটি ডুবে যায়।
তবে বাল্কহেডে থাকা শ্রমিকরা লাফিয়ে পাড়ে চলে আসায়, কারোও কোন ক্ষতি হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১ এপ্রিল ২০২১