Home / চাঁদপুর / মুজিবনগর দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
DSC08313

মুজিবনগর দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মজিবনগর দিবস। দিবসটি পালনে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন,‘ আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মজিবনগর দিবস উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা ,রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.এএসএম দেলওয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সামসুজ্জামান,পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, চাঁদপুর ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর চেম্বার অব কমাসের সভাপতি সুভাষ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.রনজিৎ কুমার সাহা প্রমুখ।

সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আনোয়ারুল হক