চাঁদপুর

চাঁদপুরে মুখে কাপড় বেঁধে ভয়ানক অস্ত্রের মহড়া

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‎Monday, ‎March ‎30, ‎2015  10:26:30 PM

স্টাফ করসপনডেন্ট:

চাঁদপুরের পুরাণবাজারে মুখে কাপড় দিয়ে মুখ ঢাকা, হাতে দা-ছেনি, লোহার পাইপসহ ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় ক’য়েক দফা মহড়া দিতে দেখা গেছে একদল যুবককে। তারা এলাকায় চিহ্নিত। কী কারণে এই মহড়া এলাকাবাসী তা বুঝে উঠতে পারেনি।

রোববার দুপর ১টার পর হঠাৎ করেই একদল যুবকের এই অস্ত্রে মহড়া দেখা যায়।

চাঁদপুর পুরাণবাজারের লোহার পুল, মেরকাটিজ রোড়, নিতাইগঞ্জ, রয়েজ রোড়সহ পুরাণবাজারের অনেক রাস্তায় অস্ত্রের মহড়া চলাকালে এই দৃশ্য দেখে ভয় ও আতংকে মুহূর্তেই রাস্তার দোকানপাট বন্ধ হয়ে যায়।

ছৈয়াল বাড়ির সাথে কাউন্সিলর লতিফ গাজীর কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনী দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনায় এক পক্ষ আতংক সৃষ্টির জন্য এই অস্ত্রের মহঢ়া দেয় বলে জানা যায়।

এ ব্যাপারের প্রত্যক্ষদর্শীরা জানায়, যাদের ক্ষমতা আছে, তারাইতো প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে পারে। আর এই অস্ত্রের মহড়া সমাজে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

চাঁদপুর টাইমস : এম আর আর / দে হো / আ বি র /মার্চ ৩০, ২০১৫

Share