চাঁদপুর পৌরসভার সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৮ জানুয়ারি বুধবার মরহুমের পারাবারিক আয়োজনের মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে তাঁর পারিবারের পক্ষ থেকে ছোট পরিসরে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারী ২০১৮ সালের ১৮ জানুয়ারি পবিত্র জুম্মার দিন ভোর ৪ টা ২০ মিনিটের সময় মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। ৮৫ বছর বয়সী এই কর্মবীর এবং জনপ্রতিনিধি মৃত্যুকালে ৪ ছেলে ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।
প্রসঙ্গত, মরহুম মজিবুর রহমান মজু বেপারী চাঁদপুর শহরের পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আ. জলিল বেপারীর পুত্র। তিনি একজন সদাহাস্যজ্জল, মানবিক ও পরোপকারী ভালো মানুষ হিসেবে সর্বমহলে পরিচিতি ছিলেন। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। তিনি বিপুল ভোটো নির্বাচিত হয়ে চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি চাঁদপুর লবন শ্রমিক ইউনিয়নের সভাপতি, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি, পৌর হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, পূর্ব শ্রীরামদী ইসলামিয়া জামে মসজিদের সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্সের সদস্য এবং পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্যসহ বিভিন্ন পেশাজীবী ও সমাজিক সংগঠন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৮ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur