চাঁদপুর

চাঁদপুরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী মঙ্গলবার সন্ধ্যায় বাবুরহাট ও ওয়ারলেছ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

চলচ্চিত্রগুলো হলো আগুনের পরশমনি, জয়যাত্রা, ওরা ১১জন, চিরঞ্জীব বঙ্গবন্ধু, গৌরব অর্জনে আলোকিত স্বদেশ, অপরাজেয় বাংলাদেশ। প্রজেক্টরের মাধ্যমে এসব চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

চলচ্চিত্রগুলোতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, জীবনী ও একাত্তরের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয় রয়েছে।

চাঁদপুর জেলা তথ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে এ বিষয়ে জনমত গঠন করা হয়।

এই সময় ক’জন জানায়, মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যে বর্তমান সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বাস্তবায়িত হবে। বঙ্গবন্ধর আদর্শে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে বলে আশা করা যায়। সরকারের এই পদক্ষেপ তাদের কাছে গ্রহণযোগ্য বলে তারা জানান।

এ ছাড়া ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চাঁদপুর সদর উপজেলার নূরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ মধুসূধন স্কুল মাঠ, ফরিদগঞ্জ উপজেলার সাহেব বাজার, ভাটিয়ালপুর চৌরাস্তা, হাজীগঞ্জ উপজেলার আলিগঞ্জ বাজার, সুহিলপুর বাজার, মতলব উত্তর উপজেলার পাঠান বাজার, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর, বোয়ালীয়া বাজার, শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজার, হাইমচর উপজেলার এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ আলগী বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক || আপডেট: ১০:২০ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর  

Share