Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে মুকবুল হোসেন খানের মতবিনিময় সভা
চাঁদপুরে মুকবুল হোসেন খানের মতবিনিময় সভা

চাঁদপুরে মুকবুল হোসেন খানের মতবিনিময় সভা

চাঁদপুরের ঢাকাস্থ ব্যবসায়ী মুকবুল হোসেন খানের মতবিনিময় সভা শনিবার (২৭ অক্টোবর ) বিকাল সাড়ে ৩ টায় চেয়ারমান ঘাটস্থ এড.লতিফ শেখের চেম্বারে অনুষ্ঠিত হয়েছে। তিনি চাঁদপুরের সুধীজনদের সাথে এ মতবিনিময় সভা করেন।

ব্যবসায়ী মুকবুল হোসেন বলেন, ‘আমি চাঁদপুর সদরের শাহতলীর ছেলে। ২০০৯ সালের ৯ জুন চাঁদপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দন্ড বিধি ৩০২/৩৪ ধারায় ১৯৭১ সালে ৩ ডিসেম্বর একটি হত্যার অভিযোগ দায়ের করে। অভিযোগের মূলবিষয় ছিলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি রাজাকার ছিলাম। অথচ ১৯৭১ সালে আমার বয়স ছিলো ১৩ বছর ৪ মাস। আদালতের আদেশ ক্রমে চাঁদপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়। চাঁদপুর থানার মামলা নং- ৮ তাং ৯/৬/২০০৯, জি আর ১৭৭/২০০৯। পরবর্তিতে আমি ঢাকা হাইকোর্ট ফৌজদারি মিস মামলা নং-১১৩২৭ তাং-২৩/৬/০৯ অন্তর্বতীকালীন জামিনে এসে হাইকোর্টের নির্দেশ মতে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে নিয়মিত জামিনে ৯ বছর যাবত চাঁদপুর আমলী সদর আদালতে হাজিরা দিয়ে আসছি।’

তিনি আরো বলেন, ‘ স্বরাষ্ট্র মন্ত্রলায়ের অধীন নির্দেশক্রমে ২০১০ সালের ১৮ অক্টোবর চাঁদপুর থানার স্বারক নং ৫৪৯০ মূলে ঐ মামলাটি মানবতাবিরোধী যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল চট্রগ্রাম বিভাগ তদন্তের জন্য রাষ্ট্রপক্ষে নিয়ে যাওয়া হয়। অতান্ত দুর্ভাগ্য অদ্য পর্যন্ত ঐ জি আর ১৭৭/২০০৯ মামলাটির অভিযোগপত্র বা চুড়ান্ত প্রতিবেদন কোনটাই হয় নাই। আমি চাঁদপুরবাসীসহ দেশবাসীকে অবহিত করতে চাই মুক্তিযুদ্ধকালীন সময়ে আমার বয়স ছিলো ১৩ বছর। আমাকে হয়রানী ও আমার সামাজিক সুনাম নষ্ট করার জন্য এ মামলাটি দেয়া হয়। আমি মামলার সুবিচার দাবি করছি। ’

এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আ. লতিফ শেখ, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক সফিউল আজম শাহাজাহান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা জাকির, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান বেলাল, শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান, জাতীয় পার্টি নেতা গোলামুন্নবী লিটনসহ আইনজীবী, সাংবাদিক ও সুধীজন।

করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০১৮

Leave a Reply