চাঁদপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় মা-শিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণে হেলথ ক্যাম্প রোববার (১৭ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর পৌর পাঠাগারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাশাসক মো. আব্দুর সবুর মন্ডল।
তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার শুরুতেই নারীদের উন্নয়নে গুরুত্ব দিয়েছে। এদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পীকারসহ দেশের বহু সর্বোচ্চ পদে নারীররা দায়িত্ব পালন করে আসছেন। সংসদ, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে নারীদের জন্য সুযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার গর্ভবতি মায়েদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করেছেন।’
মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মায়েদের ভূমিকা অনেক বেশি। তাই প্রত্যেক মাকে তার সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে অনেক বেশী যতœশীল এবং সচেতন হতে হবে। ’
চাঁদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তার লুৎফা বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা মহীলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা সহকারী প্রাথামিক শিক্ষা অফিসার খোরশেদ আলম প্রমুখ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur