চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে।
২৭ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে র্যাব-১১ এর মেজর নাজমুস সাকিবের নেতৃত্বে কোস্গার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই যৌথ অভিযান শুরু হয়।
এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসাইন, মৎস্য কর্মকর্তা শামছুল আলম পাটোয়ারীসহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় অভিযানকারী শতাধিক সদস্যের এই দলটি বেশ কয়েকটি স্পিডবোট ও ট্রলার নিয়ে অভিযানে অংশ নেয়।
এর আগে গত রোববার চাঁদপুরে নৌ পুলিশের ওপর জেলেদের হামলার পর আজ বিকেল থেকে মা ইলিশ সংরক্ষণে এই যৌথ অভিযান শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নদী তীর থেকে বিপুল পরিমাণ জাল ও বেশকিছু মাছ ধরার নৌকা জব্দ করা হয়। তবে কোনো জেলেকে আটক করা যায়নি।
করেসপন্ডেট,২৭ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur