চাঁদপুরে মা ইলিশসহ ১৮ জেলে আটক

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় ১শ’ ২০ কেজি মা ইলিশ সহ ১৮ জেলেকে আটক করা হয়েছে।

১৫ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় ১টি নৌকা, এক লাখ মিটার কারেন্ট জাল ও ১শ ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

আটক জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল উদ্দিন বলেন, উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় গত ৭ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপি অভিযান চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য জেলা টাস্কফোর্সে বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

আটককৃত নৌকাটি প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়। এছাড়া জব্দকৃত ১শ ২০ কেজি মা ইলিশ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরে পাঠানো হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৬ অক্টোবর ২০২২

Share