চাঁদপুর

চাঁদপুরে মায়ের সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় নেশার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমানে শরীফ ছৈয়াল নামের যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মধ্য শ্রীরামদী বউ বাজার এলাকার ছোবা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বউ বাজার এলাকার মৃত মোক্তার ছৈয়ালের ছোট ছেলে শরীফ ছৈয়াল মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায়ই নেশার টাকার জন্য তার মা সুরাইয়া বেগমকে ছাপ দিতো।

তার মা স্থানীয় লোহারপুলের খায়ের খায়ের মুন্সির শরীফ হোটেলের সহকারী বাবুর্চি। ঘটনার দিন তার মা কর্মস্থলে যাওয়ার পূর্বে তাকে ২০ টাকা প্রদান করে।

পরে বাড়ি ফিরে এসে ঘরের মধ্যে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায় এবং সুস্থ আছে মনে করে লাশ নামিয়ে ফেলে। স্থানীয়দের সহযোগিতায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।

এব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ৫:৩১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার

ডিএইচ

Share