চাঁদপুরে মাসব্যাপি ঐতিহ্যবাহী মুড়ি উৎসবের পঁচিশতম দিবস অতিবাহিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নতুনবাজার এলাকায় মাসব্যাপী মুড়ি উৎসবের পঁচিশতম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্ধোধন করেন দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, বিআরডিবি চাঁদপুর সদরের চেয়ারম্যান মুরাদ হোসেন খান, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সাংবাদিক এ কে আজাদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, নাট্য অভিনেতা ও সংগঠক মজিবুর রহমান দুলাল, বিষ্ণুপুর ইউপি সদস্য আলমগীর হোসেন, নাট্য সংগঠক শংকর রায়, শৈবাল মজুমদার, প্রশান্ত সেন ও মুড়ি উৎসবের রুপকার কৃষ্ণ গোপাল সরকার।
প্রতিবেদক- করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১ : ০০ এএম, ১০ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur