‘জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন’ এ প্রতিপাদ্য বিষয়ে মাসব্যাপি মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচি উদযাপনে সোমবার (৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের আয়োজনে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বেলুন উড়িয়ে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
পরে শহীদ রাজু স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, মাদক হচ্ছে জীবন ধ্বংসের মূল কারণ। সর্বনাশা মাদকের ভয়াবহতার কারনে অনেক পরিবারের শান্তি-শৃঙ্খলা নষ্ট করেছে। আমরা সবাই যদি স্বপথ করি কখনও মাদক নেব না। তাহলে সকলেই ভাল থাকব।
তিনি আরোও বলেন, আমাদের ধর্মে যেমন ৫ ওয়াক্ত নামাজের নিয়ম রয়েছে, নামাজ না পড়লে শাস্তির বিধানও রয়েছে। তেমনি মাদক সেবন করলে আমরা ধ্বংসের পথে চলে যাবো। আর তা সেবন না করলে একটি সুস্থ জীবনের পাশাপাশি সুন্দর পরিবেশ পাবো।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহিন, চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার মুকবুল হোসেন।
চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মাঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিবিআন ঘোষ, সানজিদা নাছরিন রুবাইয়া ও ফাতেমাতুজ জোহরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর মো. তাজুল ইসলাম।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৮: ২০ পিএম, ৯ জানুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ