চাঁদপুরে মালবাহী ট্রাক উল্টে রাস্তায় আটকা : যানজট সৃষ্টি

চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকায় শুক্রবার (০১ জুলাই) সন্ধ্যায় গর্তে পড়ে মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট, ৮৮৭৯)
উল্টে রাস্তায় আটকা পড়ে। এতে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা চাঁদপুর টাইমসকে জানায়, ‘ট্রাকটি প্রথমে একটি গর্তের মধ্যে আটকা পড়ে, পরে তাদের শ্রমিকদের দিয়ে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মালসহ ট্রাকটি পুরো উল্টে যায়।’

ট্রাকটির চালক মিলন জানায়, ‘ট্রাকটি স্থানীয় রওশন মেইল থেকে ১৬ টন সোয়াবিন লোড করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পথে চাঁদপুর ট্রাক রোড এলাকায় এসে গর্তে আটকা পড়ে। পরে এটাকে উদ্ধার করতে চেষ্টা করা হলে, পুরো উল্টে যায়।’

এ ব্যাপারে চাঁদপুর পৌরসভার প্রকৌশলী শামসুদ্দোহা চাঁদপুর টাইমসকে জানান, ‘বিষয়টি আমরা এখন জেনেছি, প্রয়োজনীয় নেয়া হবে।’

স্থানীয়রা জানিয়েছে, চাঁদপুর ট্রাকরোডের দারুসসালাম মসজিদ সংলগ্ন এলাকার এ গর্তটিতে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু গর্তটি সংস্কারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Share