ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় তারা ব্যানার ফেস্টুন প্লে-কার্ড নিয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেন এবং মাতৃপীঠ স্কুলের সামনের সড়ক, মিশন রোড, স্টেডিয়াম রোড অতিক্রম করে বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে অবস্থান নেন এবং কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ সহ নানা স্লোগান দেয়া হয়।
স্টাফ করেসপন্ডেট/
৫ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur