চাঁদপুর

চাঁদপুরে মানুষের জানমাল রক্ষায় পুলিশ জিরো টলারেন্স : এসপি শামসুন্নাহার

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘শুধুমাত্র আলোচনার মধ্যেই সিমাবদ্ধ থাকতে চাই না। বাস্তবে এর প্রতিফল দেখতে চাই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়কে ঘিয়ে মানুষের মাঝে যে উৎকণ্ঠা বা ভয়ভিতী ছিলো তা কিছুটা হলেও কমে এসছে।

এ ক্ষেত্রে জেলার সকল শ্রেণির মানুষ আমাদের সহযোগিতা করেছে। এজন্য আমি চাঁদপুরবাসীকে ধন্যবাদ জানাই। আমরা কারোও পক্ষে নই। চাঁদপুরের মানুষের জানমাল রক্ষায় পুলিশ জিরো টলারেন্স দেখাবে।

১১ ফেব্রæয়ারি রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল সভাপতির বক্তব্যে বলেন, এ মাসে এসএসসি পরীক্ষা, সাবেক প্রধানমন্ত্রীর রায় ও হাইমচরে স্কাউটের আয়োজনে মাননীয় প্রধামন্ত্রীর আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রচন্ড ব্যস্ত সময় কাটাতে হচ্ছে।

আমি চাঁদপুরের প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই এ কারন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এখনো পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের যে কোনো জেলার চাইতে ভালো রয়েছে। সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে সকলকে আইন মেনে চলতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন, নৌ- পুলিশ সুপার সুব্রত হালদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা সিভিল সার্জন ভারপ্রাপ্ত মো. সফিকুল ইসলাম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. হোসনে আরা বেগম, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ কেন্দ্র নতুন বাজার শাখার নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. ফরহাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, মতলব উত্তর নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকতা নিলিমা আফরোজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আফজাল হোসেন, সদর মডেল থানার ওসি ওয়ালি উল্যাহ অলি, কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ

Share