করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক কিশোরকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। জ্বর কাশি ও সর্দিতে আক্রান্ত হয়ে ওই কিশোর শুক্রবার দুপুরে জেলা শহরের রাস্তায় ঘুরছিল। এ সময় স্থানীয় এক গণমাধ্যমকর্মীর নজরে পড়ে বিষয়টি। দ্রুত অসুস্থ কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক কিশোরকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআরকে জানানো হয়েছে।
এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত দুজন স্টাফ এবং ওই সময় চিকিৎসা প্রদানকারী আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আসিফকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, রাজধানী সদরঘাটের লঞ্চ টার্মিনালে ১৬ বছরের ও কিশোর বোতলজাত পানি বিক্রি করতো। গত ১৯ মার্চ সদরঘাট থেকে চাঁদপুরে আসে সে। তবে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলা।
গত ৯ দিন ওই কিশোর চাঁদপুর শহরে ঘুরে বেড়িয়েছে। এ সময় জ্বর কাশি ও সর্দিতে আক্রান্ত ছিল সে।
করেসপন্ডেট,২৭ মার্চ ২০২০