Home / চাঁদপুর / ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে দাবিতে চাঁদপুরে মানববন্ধন
মানববন্ধন

ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে দাবিতে চাঁদপুরে মানববন্ধন

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আয়োজনে ও ওয়াইডাব্লিউসিএ অব চাঁদপুরের সহযোগিতায় স্কুলের শিক্ষার্থী-শিক্ষক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

ওয়াইডাব্লিউসিএ’র সহকারী প্রধান শিক্ষক কবিতা সাহার সভাপতিত্বে মানববন্ধনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যে অব্যাহত নারী ধর্ষণ ও নির্যাতন চলছে এর পেছনে সবচেয়ে বড় কারণ সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয়। এ নিপীড়নের বিরুদ্ধে আমাদের সামাজিক ও রাজনৈতি প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারাদেশে সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করার দাবি জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আহ্বান জানানো হয়।

জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের সদস্য সচিব কালা চাঁদ দাস অসিতের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল, শিশু থিয়েটারের সভাপতি আব্দুস সামাদ খান রাজন, ট্রানজেড বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার মনিন্দ্র বর্মণ, নারী নেত্রী কল্পনা সরকার, স্বপ্নতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম, নট মঞ্চের সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম জনি, চাঁদপুর সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, ওয়াইডাব্লিউসিএর সাধারণ সম্পাদক পাপরি বর্মন, জুনিয়র সেক্টর ইস্পেশালিষ্ট ব্র্যাংক চাঁদপুর মো. আফসার উদ্দিন।

স্টাফ করেসপন্ডেট