মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে বিনামূল্যের বই উৎসব উদ্বোধন করেন। চাঁদপুরে মাধ্যমিক- প্রাথমিক স্তরের ৫৩ লাখ কপি বিতরণ শুরু হচ্ছে ১ জানুয়ারি ২০২১ আগামিকাল শুক্রবার । এর মধ্যে মাধ্যমিক স্তরের ৩৯ লাখ এবং প্রাথমিক স্তরের ১৪ লাখ কপি।
চাঁদপুরের ৮ উপজেলায় সব মাধ্যমিক স্কুল, ভকেশনাল,ইংরেজি ভার্সন ,মাদ্রাসা ও এবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষের জন্যে শিক্ষা অধিদপ্তরে ৩৮ লাখ ৯৯ হাজার ৬ শ’ ৮০ কপি বইয়ের চাহিদা প্রেরণ করেছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চাঁদপুর। শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ২শ’৭৪ জন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৩১ ডিসেম্বর সকালে ভাচর্য়ালি বই উৎসব উদ্বোদন করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন প্রাথমিক পর্যায়ের কয়েক জন শিক্ষার্থীর হাতে এবং শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
আগামি কাল ১ জানুয়ারি শুক্রবার বছরের প্রথম দিন থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বই বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তিন দিন করে ১২ দিন প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস দেয়া প্রাপ্ত তথ্য মতে, জেলার ২ শ’৯৫ টি মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ-৯ম শ্রেণির ১ লাখ ৮৩ হাজার ৬শ’১৮ জন শিক্ষার্থীর জন্য ২৬ লাখ ৫৬ হাজার ৯ শ’ ৬২ কপি ,ইংরেজি ভার্সনের ৫শ ’৫৫ জন শিক্ষার্থীর জন্য ৮ হাজার ৯৫ কপি,ভোকেশনাল ৯ম ৩ হাজার ১শ ৯০ জন শিক্ষার্থীর জন্য ১৭ হাজার ৩শ ৯৫ কপি ।
দাখিল ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত ৫৯ হাজার ৫শ ৬৬ জন শিক্ষার্থীর জন্য ৮লাখ ৬৬ হাজার ৫শ ৮২ কপি এবং এবতেদায়ি ৪৮ হাজার ৩শ’ ৪৫ শিক্ষার্থীর জন্যে ৩ লাখ ৫০ হাজার ৬শ ৪৬ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা বলেন,‘সরকারিভাবে প্রতিটি বই মূদ্রণের জন্য দেশের আলাদা আলাদাভাবে বই মুদ্রণ প্রকাশনীকে দায়িত্ব দেয়া হয়েছে। বই মদ্রণ হওয়ার সাথে সাথেই চাহিদা অনুযাযী চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার গোডাউনে যথাসময়ে চলে এসেছে ।
আগামি কাল ১ জানুয়ারি বই সবকারি নির্দেশনা মতে বিতরণের নির্দেশ দিয়েছে শিক্ষা অফিস । করোনা পরিস্থিতি ও শিক্ষা বিভাগীয় নির্দেশনা বই বিতরণ চলবে।
আগামিকাল ১ জানুয়ারি হতে ১২ জানুয়ারি পর্যন্ত বই সরকারিভাবে ঘোষিত বই বিতরণের নির্দেশ রয়েছে। ৬ষ্ঠ হতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্বাস্থ্যবিধি মেনে ও নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থীগণ বা অভিভাবকের নিকট স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি উপস্থিতিতে বই বিতরণ করার নির্দেশ রয়েছে ।
চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীর ১৪ লাখ বই বিতরণ
চাঁদপুরের ৮ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আগামি ২০২১ শিক্ষাবর্ষে ১৪ লাখ ১১ হাজার ৩শ ৬৮ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে এবং এরইমধ্যে জেলার বিভিন্ন উপজেলার সকল শিক্ষার্থীর জন্যে ঔ সংখ্যক বই বরাদ্দ দিয়েছে গণ ও প্রাথমিক শিক্ষা বিভাগ ।
আজ মাননীয় প্রধানমন্ত্রীর বই উৎসব কালের নির্দেশনা মতে , প্রাক-প্রাথমিক ,প্রথম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত সকর শিক্ষার্থীর মধ্যে ১ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এ বই বিতরণ কার্যক্রম চলবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানের নির্দেশ প্রেরণ করা হয়েছে ।স্ব -স্ব শিক্ষাকর্মকর্তা ,সহকারী শিক্ষাকর্মকর্তাগণ বই বিতরণ উৎসব মনিটরিং করবেন বরে জানা যায় ।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৩১ ডিসেম্বর এ তথ্য জাানান।
প্রসঙ্গত , চাঁদপুর জেলায় ৮ প্রকারের ১ হাজার ৯ শ ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ১শ ১২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১ হাজার ১ শ’৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চাঁদপুরে কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা ৬ শ ১০ এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০ হাজার ।
আবদুল গনি ,৩১ ডিসেম্বর ২০২০