চাঁদপুর

চাঁদপুরে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং : যুবকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী আফসানা আক্তারকে ইভটিজিং করায় মডেল থানার এসআই মাসুদ রানা শামীম বরিশাল জেলার কামাল হোসেনের ছেলে হৃদয় হোসেন (২০) আটক করে।

বিষ্ণুদী মাদ্রাসায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবকের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর ভূমি অফিস কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আশ্রাফুল করিম।

জানা যায়, হৃদয় চাঁদপুরে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করছে। সে প্রতিনিয়ত মাদ্রাসা ছাত্রী আফসানকে বাসায় যাওয়ার পথে ইভটিজিং করতো। বিষয়টি আফসানার পরিবার জানতে পেরে রোববার সকালে ফোন করে ছেলেটিকে আসতে বলে। পরে হৃদয় স্টেডিয়াম মার্কেট এলাকায় আফসানার বাড়িতে আসলে তাকে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ যুবককে আটক করে বিষ্ণুদী মাদ্রাসায় নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়।

আপডেট: ০৫:৩০ পিএম, ১১ অক্টোবর ২০১৫, রবিবার

 

শরীফুল ইসলাম

Share