কেন্ন্দ্রিয় র্কমসূচরি আলোকে বাংলাদেশ মাদরাসা জেনারেল টির্চাস অ্যাসোসিয়েশনের মানববন্ধন বৃহস্পতিবার (২০ জুলাই ) বেলা ৪ টায় চাঁদপুর কেন্দ্রিয় শহিদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি তাছলীমা সুলতানা মুন্নী।
সংগঠনের ৮ দফা দাবি বাস্তবায়নে জেলার সাধারণ সম্পাদক ওয়ালিদ হোসেন,হাজীগঞ্জের সাধারণ সম্পাদক হানজালা শাহীন ,কচুয়ার সভাপতি মো. সিরাজুল ইসলাম ,সাধারণ সম্পাদক বি.এম মো.শরীফ,সদরের সাংগঠনিক মো.সোহেল আহমেদ, ফরিদগঞ্জের সভাপতি মো.জাকির হোসেন,সদস্য শাম্মী আকতার ও সুলতান আহমেদ।
বক্তাগণ মাদারাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ,শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন,বদলীকরণ, ৫%ইনক্রিমেন্ট, বৈশাখিভাতা প্রদান, গ্রন্থাগারি, প্রদর্শক,পূর্ণাঙ্গ উৎসবভাতা ও সম্মানজনক বাড়িভাড়া ইত্যাদিসহ ৮ দফা দাবি মেনে নেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানান।
প্রতিবেদক : আবদুল গনি
:আপডেট,বাংলাদেশ সময় ৭: ৪৫ পিএম, ২১ জুলাই ২০১৭, শূক্রবার
এইউ