চাঁদপুরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “মাদক শুধু একটি অপরাধ নয়, এটি একটি নীরব ঘাতক। মাদক যুবসমাজের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। একটি দেশকে দুর্বল করতে যুদ্ধের প্রয়োজন হয় না—যুবসমাজকে মাদকে আসক্ত করলেই যথেষ্ট।”
তিনি বলেন “আজ যারা মাদক কারবারের সঙ্গে জড়িত, তারা আমাদের তরুণদের জীবন নিয়ে খেলছে। মাদক বিক্রেতা ও চোরাচালানকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এই বিষয়ে পরিবারকে সচেতন হতে হবে। সচেতন পরিবারই পারে একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে।”
তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাঠমুখী করতে হবে। খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক চর্চাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে। আজকের এই মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট সেই লক্ষ্যেই একটি বাস্তব ও কার্যকর উদ্যোগ। চাঁদপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠন হাসান আল জাহেদ রিফায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার’ চাঁদপুর সদর সার্কেল খাইরুল কবির, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, মোঃ নাজমুস শাহাদাত ফাহিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সাবেক ক্রিকেটার শেখ মনজুরুল কাদের সোহেল।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী দর্শক, খেলোয়াড়, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে এ মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো:- জেলা অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৮ ও মর্নিং ব্যাচ।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur