Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে মাদক নির্মূল ও সচেতনতামূলক সেমিনার
মাদক

চাঁদপুরে মাদক নির্মূল ও সচেতনতামূলক সেমিনার

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং ওয়ার্ডের বনবিভাগ রোডস্থ পাটওয়ারী বাড়ি মসজিদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় স্থানীয় যুব সমাজসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে “মাদক নির্মূল ও সচেতনতা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ) সকালে জনপ্রিয় স্থানীয় সামাজিক সংগঠন স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক নুরে আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী প্রসিকিউটর মাসুম আলম। সেমিনারে সভাপতিত্ব করেন বায়তুল মোকারম জামে মসজিদ সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুদু পাটওয়ারী,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকারম জামে মসজিদের সভাপতি সফিকুর রহমান ফিরোজ পাটওয়ারী স্থানীয় সমাজসেবক মো. আল-আমীন সুমন, হাবিব মিজি, বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া মহিউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি সোহরাব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএম হাছান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোতাহার হোসেন, আমিনুর রহমান মাসুদ, শরিফুল ইসলাম, হোসাইন মোহাম্মদ রাসেল, নাঈম পাটওয়ারীসহ স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালকবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

“তারুণ্যের শক্তি: মাদকমুক্ত সমৃদ্ধি, তারুণ্যের অঙ্গীকার—মাদকমুক্ত পরিবার” এই স্লোগানকে সামনে রেখে ১৩ নং ওয়ার্ডের স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়। বক্তারা সমাজে মাদকের ভয়াবহতা, এর কুফল, প্রতিকার ও প্রতিরোধের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, পরিবার ও সমাজ একসাথে সচেতন না হলে মাদক নির্মূল সম্ভব নয়। বিশেষ করে যুব সমাজকে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ওয়ার্ডে প্রায় ১৩ হাজার ভোটার রয়েছে। সে তুলনায় মাদক গ্রহণকারীর হার ২ শতাংশেরও কম। আমরা যদি সম্মিলিত উদ্যোগ নিই, তাহলে এটি শূন্য শতাংশে নামিয়ে আনা সম্ভব। তিনি আরও বলেন, প্রতিটি পরিবারকে তাদের সন্তানদের সময় দিতে হবে, যাতে তারা কোনোভাবেই মাদকের সাথে জড়িয়ে না পড়ে।
মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সেমিনার শেষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক/
১২ জানুয়ারি ২০২৬