চাঁদপুরে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

চাঁদপুরে মাদক সেবনের অপরাধে খোকন বেপারী (২২) নামে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।

রোববার (১০ এপ্রিল) দুপুর ১টায় সহকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর চৌধুরী আশরাফুর করিম এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত খোকন শহরের কয়লাঘাট এলাকার মজিব বেপারীর ছেলে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় খোকনকে ৩নং কয়লাঘাট এলাকা থেকে গাঁজা সেবন ও ২ পুরিয়া গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। সে ওই এলাকায় দীর্ঘদিন যুবকদের মাঝে গাঁজা বিক্রি করার অভিযোগ রয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান দন্ডপ্রাপ্ত খোকনকে কারাগারে পাঠানো হবে।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ]মাজহারুল ইসলাম অনিক [/author]

||আপডেট: ০৫:৪৪  অপরাহ্ন, ১০ এপ্রিল ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর