Home / চাঁদপুর / চাঁদপুরে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা
চাঁদপুর জেলা কারাগার
জেলা কারাগার ফাইল ছবি

চাঁদপুরে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুর শহরের গুনরাজদী এলাকা থেকে মাদকসহ আটক মো. ইমরান (৪০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের দক্ষিন গুনরাজদী ঘটনাস্থল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার। কারাদণ্ডপ্রাপ্ত ইমরান দক্ষিণ গুনরাজদী এলাকার মো. আব্দুল লতিফের ছেলে।

চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মাদক দ্রব্য নিয়ন্ত্র কর্মকর্তারা ইমরানকে গুরনরাজদী এলাকা থেকে ৫০ গ্রাম গাজাসহ আটক করে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট,১৫ সেপ্টেম্বর ২০১৯