চাঁদপুর

চাঁদপুরে মাদকদ্রব্যসহ যুবক আটক

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ বোতল ফেন্সিডিল ও ৫ পিছ ইয়াবাসহ ১ জন আটক করেছে। ব্যাংক কলোনীর আব্দুল আল নোমানকে শনিবার রাতে আটক করা হয়েছে।

গোয়েন্দা অফিস সূত্রে জানা যায়, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত সাড়ে ১১ টায় শহরের বাস স্টেশন সংলগ্ন শেরে বাংলা আবাসিক হোটেল এলাকায় থেকে আব্দুল্লা আল নোমানকে থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ৫ পিচ ইয়াবাসহ আটক করে।

গোয়েন্দা পুলিশ আরো জানান, আব্দুল্লা আল নোমান শহরে বিভিন্ন স্থানে মাদক খুচরা বিক্রি করে। আজ রোববার তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়।

: আপডেট ৯:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬, রোববার

ডিএইচ

Share