চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেছেন, ‘মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হলো আমাদের প্রাণের স্পন্দন । তোমরা আগামীতে ভালো ফলাফল করে নিজকে আলোকিত করবে।’
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সফিউদ্দিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা),প্রাণ কৃষ্ণ দেবনাথ,সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী),আলেয়া ফেরদৌসী, সহকারী শিক্ষক শরিফ হোসেন, মাসুদুর রহমান বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাহসিন আক্তার অর্থি, মাসবিনুর,মাসুমা আক্তার। মোনাজাত পরিচালনা করেন, আলী রাজা জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক কামরুল আহসান গাজী ও মাসুদুর রহমান।
একইদিনে সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুল হক,মোঃ মঞ্জুর হোসেন, মোঃ ওয়াসিম হোসেন,মোঃ আঃ আজিজ, আতিক উল্যা, মহসিন মিয়া, মানিক হোসেন, এ.কে.এম. আশ্রাফ উল্যা, আঃ মান্নান , গৌরাঙ্গ চন্দ্র সরকার, আঃ লতিফ মিয়াজী, মোঃ জ্বিলানী আলম,কিং কর চন্দ্র সাহা , নাজির আহম্মেদ, মোহাম্মদ মাহবুব আলী খান , সুলতানা ফেরদাউস আরা, মোঃ মঞ্জুরুল আলম, আব্দুল্লাহ আল-মামুন, শামিম আরা সুলতানা, শ্যামল কৃষ্ণ পাল, শাহ মোঃ ইলিয়াছ, নারগিস জাহান,আয়েশা আক্তার। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক ইসলামিক শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম।
আশিক বিন রহিম
২৯ জানুয়ারি,২০১৯