চাঁদপুরে মাটিসহ স্টীল বডি বোট জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলাহ, (এসডি)(পিএন্ড আরটি), বিএন-এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মোঃ শহিদুল ইসলাম, পিও এর একটি অপারেশন দল কর্তৃক গতরাতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে।এসময় লঘিমারা চর হতে অবৈধভাবে উত্তোলনকৃত মাটিসহ ০২টি স্টীল বডি বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট দুইটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত বোট দুইটি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলাহ, (এসডি)(পিএন্ড আরটি), বিএন বলেন, নৌ পথে অবৈধ কার্যকলাপ ও মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আশিকবিনরহিম, চীফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৪:৩৮ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬, বুধবার
এমআরআর