দেশব্যাপি জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ ও দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে বুধবার (১০ আগস্ট) বেলা ১১টায় শপথ চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে রাখেন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজবান্ডারীয়া কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মাও. রুহুল আমিন ভূঁইয়া।
তিনি বলেন, ‘ইসলাম কখনো সন্ত্রাস জঙ্গিবাদে বিশ্বাস করে না। সুতরাং যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা কোন ইসলামী দল বা মত নয়। তারা ইসলামের জন্য ক্ষতিকর। তাই তাদেরকে যেখানেই পাওয়া যাবে আইনের আওতায় দিয়ে দেয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।’
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, খলিফা আব্দুর রশিদ খান মাইজবান্ডারীয়া, খলিফা আবদুল হালিম মাইজবান্ডারীয়া, মো. সিরাজ মোল্লা মাইজবান্ডারীয়া, মো. মনির হোসেন মাইজবান্ডারীয়া, মো. আবদুল জলিল ভূঁইয়া মাইজবান্ডারীয়া, মো. মমতাজ উদ্দিন মাইজবান্ডারীয়া, মোহাম্মদ আলী জিন্নাহ মাইজবান্ডারীয়া, মো. লিটন ছৈয়াল মাইজবান্ডারীয়া প্রমুখ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/05/Shariful-Islam.jpg” ]প্রতিবেদক- শরীফুল ইসলাম [/author] : আপডেট, বাংলাদেশ সময় ০৫:৩০ পিএম, ১০ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur