চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া নামক স্থান থেকে ৮০ পিস ইয়াবাসহ কাউছার প্রধানিয়া (৩০) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার দিনগত রাত ১২টায় এসআই মোঃ রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফসহ সংঙ্গীয় সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক কাউছার প্রধানিয়া মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া গ্রামের ইউসুফ প্রধানিয়ার ছেলে।
এসআই মোঃ রাশেদুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহমায়া এলাকার শিপনের কপি হাউজের সামনে ৮০ পিস ইয়াবাসহ কাউছার কে আটক করা হয়। পরে তাদের কে ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়।
তিনি আরোও জানান, আটককৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,১৯ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur