চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা মরহুম একেএম শফিক উল্লাহ সরকার স্মৃতি ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ শাহির হোসেন পাটওয়ারী।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুরে জেলা শাখার সভাপতি এম এ লতিফ, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর জমিনের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ আলম, চাঁদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম।
এর আগে ক্যারাম খেলার উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
প্রধান অতিথির বক্তব্যে শাহির পাটওয়ারী বলেন, মরহুম একেএম শফিক উল্লাহ সরকার স্মৃতি ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করায় আমি চাঁদপুর প্রেসক্লাবকে ধন্যবাদ জানাই। শফিক সরকার একজন ক্রীড়া প্রেমি লোক ছিলেন। তাঁর সাথে সকল সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমি মানুষের ভালো সম্পার্ক ছিলো। শফিক সরকারের ক্রীড়ার স্পর্স সকল স্থানে রয়েছে।
প্রতিবেদক : শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৩০ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur