চাঁদপুরে মনোহর শিল্পগোষ্ঠী উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এই শিল্পগোষ্ঠীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিষ্ণুদী মাদরাসার অধ্যক্ষ আলহাজ মুফতি মো. জসিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু জাফর, বিষ্ণুদী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ হাবিব উল্লাহ, আবু জাফর মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আলমগীর হোসাইন, মোঃ ইব্রাহিম খলিলসহ মনোহর শিল্পগোষ্ঠী সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত এবং তারপর হামদ ও নাত পরিবেশ করা হয়।
মনোহর শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক আহাম্মেদ জিহাদ সংগঠনের লক্ষ উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সর্বশেষ প্রধান অতিথি দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৪ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur