চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামের ব্যবসায়ী আবদুল মান্নানের বাড়িতে ১৬ এপ্রিল মধু বিক্রেতার ছদ্মবেশে আসা এক অভিনব চোরকে এলাকাবাসী সহায়তায় আটক করা হয়েছে।
দিনে-দুপুরে চাঞ্চল্যকর এ চুরি ঘটনায় মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে। এ নিয়ে হাইমচর থানায় মামলা প্রস্তুতি চলছে।
ব্যবসায়ী আবদুল মান্নান জানান, গত ১৬ এপ্রিল বেলা ১১টায় তার বোন পাশের বাড়িতে গেলে ২/৩ মিনিট পরে এসে বাড়ির পেছনের দরজা খোলা দেখে ডাক-চিৎকার দিলে এলাকার লোকজন এসে ওই চোর ধরে ফেলেন। হাইমচর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। কুমিল্লা জেলার ভাংগুরা উপজেলার রামচন্দপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ভুট্টো মিয়া (৩০) জিজ্ঞাসাবাদে জানায়, সে মধু বিক্রির জন্যে এসেছে।
তবে তার হাতে পলিথিনের ব্যাগের মধ্যে ভেজাল মধুও পাওয়া গেছে। বাড়ির সামনে কলাপসিবল গেট থাকা সত্ত্বেও পেছনের দরজা দিয়ে কেনো ঘরে ঢুকেছিল এ প্রশ্নের কোনো সদোত্তর দিতে পারেনি।
ইতোপূর্বে ব্যবসায়ী মান্নানের বাড়িতে আরো দু’বার ডাকাতি সংগঠিত হয়েছিল। এলাকাবাসীর ধারণা আটক ভুট্টো সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তাকে রিমান্ডে নিলে হাইমচরসহ বিভিন্ন এলাকার ডাকাত সদসদের সন্ধান পাওয়া যাবে।
স্পেশাল করেসপন্ডেন্ট||আপডেট: ০৯:২৮ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০১৬, শনিবার
চাঁদপুর টাইমস /এমআরআর