চাঁদপুর শহরের পুরান বাজার এলাকা থেকে ৩ যুবককে মাতাল অবস্থায় আটক করেছে পুলিশ।
১৬ এপ্রিল শুক্রবার দিনগত রাত ১টার দিকে পুরাণ বাজার লোহারপুল এলাকা থেকে তাদেরকে আটক করেন চাঁদপুর মডেল থানার এএসআই আবু হানিফসহ সঙ্গীয় ফোর্স।
আটক যুবকরা হলেন, শহরের পুরান বাজার এলাকার জাফর (৩০) ও করিম গাজী (২৮) এবং শহরের ওয়ারলেছ এলাকার সুমন মিজি (৩০)।
১৭ এপ্রিল শনিবার দুপুরে আটক ৩ যুবককে চাঁদপুর আদালতে সোপর্দ করে পুলিশ।
এএসআই আবু হানিফ বলেন, মদপানের বিষয়টি আটক ৩ যুবক স্বীকার করেছেন। তারা পুরান বাজার মদের দোকান থেকে ১০ আউন্স বাংলা মদ পান করে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,১৭ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur