চাঁদপুরে মদ নিয়ে পুলিশ সদস্যের ছেলেসহ ৩ যুবককে সোমবার (২৭ জুন) রাতে আটক করেছে ট্রাফিক সার্জেন্ট আলম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার শামসুরন্নাহার।
পরে পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর মডেল থানায় এসআই নিজামউদ্দিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মঙ্গলবার২= (২৮ জুন) আসামিদের পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।
জানা যায়, চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুড়ির মোটরসাইকেল চালানোর জন্য তার ছেলে রানা নিয়ে যায়। পরে দুই বন্ধুসহ সোমবার রাতে মদ কিনতে শহরের পুরানবাজার মদের কাউন্টার থেকে বিদেশি মদের বোতল নিয়ে ফেরার পথে কালিবাড়ি শিল্পকলার সামনে ট্রাফিক সারজেন্ট আলম তাদের পথ গতিরোধ করে।
এসময় তাদের দেহ তল্লাশী করে একটি মদের বোতল ও পুলিশের মোটরসাইকেলসহ রানা (২৮), পলাশ (২৮), সঞ্জয়(২৬) কে আটক করে।
ঘটনাটি সাথে সাথে পুলিশ সুপারকে জানালে তিনি ঘটনাস্থলে এসে তাদেরকে থানায় পাঠিয়ে দেন।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ এএম, ২৯ জুন ২০১৬, বুধবার
ডিএইচ