Home / চাঁদপুর / চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মডার্ন

চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

চাঁদপুর পৌরসভার ব্যাংক কলোনীতে অবস্থিত মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শনিবার সকাল ৯ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডার্ন শিশু একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ ওমর ফারুক।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকায় সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এবং ফোকাস মোহনা অনলাইনের সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ রোকনুজ্জামান রোকন বলেন, এই স্কুলের অর্থাৎ মডার্ন শিশু স্কুলের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত সুশৃংখল।তাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দেখে মনে হল তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। সঠিক শিক্ষায় শিক্ষিত হলে এই স্কুলের শিক্ষার্থীরা একদিন দেশের উচ্চ স্থানে আসন অলংকৃত করতে পারবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা অপরিহার্য। খেলাধুলা করলে মন ভালো থাকে, তাই খেলাধুলার বিকল্প নাই।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ওমর ফারুক বিদ্যালয় প্রতিষ্ঠা করে এত বছর যে চালিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। স্কুলের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় বড় অবদান রাখবে এই স্কুলটি। মোঃ ওমর ফারুক ছোট থেকেই আমি দেখেছি মানুষের সেবায় কাজ করেন সেবার পাশাপাশি আজকে শিক্ষার মান উচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আজ শিশু একাডেমী করে শিক্ষায় অবদান রাখছেন। আমি তার উত্তরত্তোর সমৃদ্ধি কামনা করি। এই স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বিন্দুসহ যে কোন ভাল কাজে আমাকে স্মরণ করলে আমি কৃতজ্ঞ থাকব।
তিনি বলেন, স্কুলের যেকোন প্রয়োজনে এবং ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের ঢাকাতে কোন কাজের সহযোগিতা প্রয়োজন হলে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে দাঁড়াবো।

মডার্ন শিশু একাডেমির শিক্ষক মোঃ কামাল হোসেনের পরিচালনায় এসময় চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের সচিব ও অভিভাবক মোঃ মুহিবুল আহসান নিপু, অভিভাবক প্রতিনিধি অ্যাড. জামাল হোসেন, সাংবাদিক মোঃ মাইনুল ইসলাম, শাহনেওয়াজ, মডার্ন শিশু একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক, শিক্ষক মোসাঃ ফাহিমা আক্তার, নাজমুল ইসলাম রোমান, শাহনাজ পারভীন, তাসমিয়া জাহান জেরিন, শাহনারা আক্তার, জেসমিন আক্তার, তাহমিনা আক্তার, রোকসানা ইসলাম রাখিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপি অনুষ্ঠানের ১ম পর্বের উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলওয়াত পাঠ করেন মডার্ন শিশু একাডেমির শিক্ষার্থী আবু নাঈম। শপথ পাঠ করান শিক্ষার্থী সায়মা আক্তার। এরপর অতিথিদের ব্যাচ পরিধান ও পতাকা উত্তোলনের পর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

২য় পর্বের অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন আরমান চৌধুরী রবিন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র বাংলাদেশ, কিন্ডার গার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাজীগঞ্জের সভাপতি মোঃ আক্তার হোসেন, কিন্ডারগার্ডেন এসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, বিষ্ণুদী কল্যাণ সমিতি চাঁদপুরের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ব্যাংক কলোনি আইন শৃঙ্খলা ও সামাজিক সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মিয়াজী ও চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিনাল কান্তি দাস।

স্টাফ রিপোর্টার, ২৫ জানুয়ারি ২০২৫