চাঁদপুরে মজুদ শেষ হওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে করোনার টিকাদান কার্যক্রম। ৩০ আগস্ট সোমবার থেকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে করে নির্ধারিত তারিখের ভ্যাকসিন নিতে আসা নারী পুরুষ চরম ভোগান্তির সম্মুখীন হযেছে।
৩১ আগস্ট মঙ্গলবার চাঁদপুরে সদর হাসপাতাল ও লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আগে না জানানোয় কেন্দ্রে এসে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন অনেকে। তবে বিদ্যালয়ের গেইটের সাঁটানো বিজ্ঞপ্তিতে ‘ভ্যাকসিন স্বল্পতার জন্য সাময়িক টিকা কার্যক্রম বন্ধ রয়েছে’ লেখাটি দেখা যায়। কিন্তু কবে নাগাদ পুনরায় টিকা দেয়া হবে বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ না থাকায় বিভ্রান্তিতে পড়েন সাধারণ মানুষ।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে আসা আসা সত্তরোর্ধ্ব আফিয়া খাতুন বলেন, ‘টিকা নেওয়ার জন্য ভোরে বাড়ি থেকে এখানে এসে লাইনে দাঁড়িয়েছি। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর এখন কেউ কেউ বলছেন, টিকা দেওয়া হবে না। এখন কী করবো বুঝতে পারছি না।’
মহামায়া এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘আমি এসএমএস পেয়েছি ৩১ আগস্ট। তাই ভিড় এড়াতে সকালেই বাড়ি থেকে কেন্দ্রে এসে সিরিয়ালে দাঁড়িয়েছি। এখন শুনছি ভ্যাকসিন শেষ। বিষয়টি আগে জানলে আসতাম না।কবে, কখন থেকে টিকাদান বন্ধ থাকবে বা কবে থেকে টিকাদান শুরু হবে এ বিষয়টি আগে থেকেই সবাইকে জানানো দরকার।’
পুরানবাজার এলাকার হাসিনা বেগম বলেন, ‘টিকা দেওয়া বন্ধের বিষয়টি আগেই জানানো উচিত ছিল। এসএমএস পাওয়ার পর গত তিন দিন ধরে টিকা নিতে এসেও পাইনি।’
এ বিষয়ে চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, আমাদের কাছে টিকার মজুদ শেষ হয়ে গেছে। নতুন ভাবে টিকা প্রাপ্তিতে আবার দেওয়া শুরু হবে। তবে, ঢাকায় সিনোফার্মার বিশ লক্ষ ভ্যাকসিন সোমবার রাতে পৌঁছেছে সেগুলো প্রসেসিং করে জেলায় জেলায় আসতে দুই তিন দিন সময় লাগবে। আশা করি আগামী শনিবার থেকে পুনরায় টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হবে।
এদিকে, সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। ফলে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। জেলার অসংখ্য মানুষ প্রথম ডোজ টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন।এছাড়া যারা প্রথম ডোজ নিতে মেসেজ পেয়েছেন তারাও অপেক্ষার প্রহর গুনছেন টিকা গ্রহণ করতে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩১ আগস্ট ২০২১