ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে চাঁদপুর বিআরটিএর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন মেয়াদ উত্তির্ণ ১৪ টি গড়িতে মামলা করে ৫ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৪ জুন) দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান।
চাঁদপুর বিআরটিএ অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত ইন্সপেক্টর জিয়া উদ্দিন জানান, আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক নিরাপদ রাখতে প্রতিদিনের ন্যায় রেজিস্টেশন বিহীন ও মেয়াদ উত্তির্ণ গাড়ি ও সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন মেয়াদ উত্তির্ণ ১৪ টি গড়িতে মামলা করে ৫ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur