‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ স্লোগানে বৃহস্পতিবার(৪ অক্টোবর) দচাঁদপুরের কচুয়ায় প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উৎসব মুখর পরিবেশে ডাক ঢোল বাজিয়ে সকাল সাড়ে ৯টায় কচুয়া বিশ্বরোড থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নেতৃত্বে বিশাল আনন্দ র্যালী বের হয়।
র্যালীটি বিশ্বরোড থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, যা বাস্তবে পরিনত হচ্ছে। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশের সুফল পেতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় দেশের পরিবর্তন ঘটেছে। প্রতিটি বিভাগে উন্নয়ন হয়েছে। মানুষ এখন শান্তিতে বসবাস করছে। বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসাবে রূপান্তরিত হয়েছে। তাই ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে এবং উন্নয়নের স্বার্থে শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় বসাতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ শহীদ উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ দর্জি, পৌর আওয়ামী লীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূইয়া, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মেলায় অংশগ্রহন করেন।
মেলায় বর্তমান সরকারের সাফল্য, উন্নয়ন ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিষয়ে প্রায় অর্ধ শতাধিক স্টল স্থান পায়। মেলাটি আগামী শনিবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
অক্টোবর ০৪,২০১৮